আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দিতে ব্যর্থ হলে চাকরিজীবীদের বেতন বন্ধ হয়ে যাবে। বিশেষ করে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে এই প্রমাণপত্র বাধ্যতামূলক। এতে শাস্তির মুখে পড়বেন কর্মকর্তা-কর্মচারীরা। শুধু তা-ই নয়, বেতন-ভাতা প্রদান বা অনুমোদনকারী কর্মকর্তা পাবেন শাস্তি; গুনতে হবে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা। এছাড়া সঠিকভাবে উৎসে কর কর্তন না করে এবং যাচাই না করে বিল অনুমোদন করলে বিল অনুমোদনকারী কর্মকর্তাকে জরিমানা আর শাস্তির মুখোমুখি হতে হবে।