কর দিতে দেরি করলে জরিমানা হবে দ্বিগুন

করোনা মহামারির বিশাল ধাক্কা। মানুষের স্বস্তি ফেরার আগেই শুরু হয়ে গেল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। জোড়া বিপর্য়ে বিশ্ব যেমন ধুঁকেছে, বাদ যায়নি বাংলাদেশও। অনেক মানুষ কাজ হারিয়েছে করোনার সময়। এরপর যুদ্ধের ডাামাডোলে পড়ে বেড়ে গেল নিত্রপণ্যের দাম। বাজারের সঙ্গে তাল মেলাতে নাভিশ্বাস অবস্থা অনেকের।

এই যখন অসস্থা, তখন স্বস্তির বদলে আরও বড় অস্বস্তি নিয়ে আসছে বাজেট। ২০২৩-২৪ অর্বছরের বাজেট সংসদে পেশ হবে কয়েকদিনের মধ্যে। নির্বাচনের বছর হওয়ার পরও নতুন বাজেটে কর আদায়ে কঠোর হচ্ছে সরকার।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করছাড় কমিয়ে আর বিভিন্ন খঅতে করহার বাড়িয়ে জাল এমনভাবে বিছিয়ে দিচ্ছে যে এর রেশ আরেক দফা পড়বে ভোক্তারই ঘাড়েই। জানা যাচ্ছে, আয় না থাকলেও দিতে হবে নূন্যতম আয়কর, সেটাও দিতে দেরি করলে জরিমানা হবে দ্বিঘুণ।

জমি ও ফ্ল্যাট বিক্রিতে গেইন ট্যাক্স দ্বিগুণ প্রায় ৮ শতাংশ, একের অধিক গাড়ি থাকবে যাদের তাদের জন্য আসতে পারে কার্বন কর, ভ্রমণ কর বাড়তে পারে ২০ থেকে ৫০ শতাংশ, সিগারেটের উপর কর বাড়তে পারে ১৩ শতাংশ, প্রতি ব্যাগ সিমেন্টে ভ্যাট বসতে পারে ২০ টাকা, পুঁজিবাজারে বিনিয়োগ ও সঞ্চয়পত্র উঠে যেতে পারে কর রেয়াত।

CALL US
Sat - Thu: 10:00 AM - 6:00 PM

Need an Advice from Expert Lawyers?
Get an Appointment Today!

Contact Detail

Copyright © 2023. Boishakhis Legal & Tax Advisory Board. All Rights Reserved. | Designed by LittleBytes.

Contact Detail

Copyright © 2023.
Boishakhis Legal & Tax Advisory Board.
All Rights Reserved.
Designed by LittleBytes.